Daily
এবার কি শ্রীলঙ্কার মতনই চরম দুর্দশার দিকে এগোচ্ছে পাকিস্তান? চরম জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান। দেশ জুড়ে প্রতিদিন ব্ল্যাক আউট হচ্ছে ১২ ঘণ্টা মতন। মনে করা হচ্ছে, পরিস্থিতি আরও খারাপের দিকে এগোতে পারে। বাড়তে পারে ব্ল্যাক আউটের সময়সীমা। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের অর্থনীতির যা বেহাল অবস্থা তৈরি হচ্ছে, তাতে করে পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা হতে পারে শ্রীলঙ্কার মতন। শুধু বিদ্যুৎ সংকট বলেই নয়। বেহাল দশা তৈরি হয়েছে পাকিস্তানের অর্থনীতিতে।
মূল্যবৃদ্ধির হার পৌঁছে গিয়েছে ১৩.৮ শতাংশে। দেশজুড়ে ক্রমশই বাড়ছে খাদ্য সংকট। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে পাক অর্থনীতি যে-জায়গায় দাঁড়িয়েছে, সেদিক থেকে দেখতে গেলে স্বাধীনতার পর এমন করুণ দশা পাকিস্তানের ভাগ্যে তৈরি হয়নি। তবে পাকিস্তানের আর্থিক বিশেষজ্ঞরা এই পরিস্থিতির দায় চাপিয়েছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উপরে। একইসঙ্গে তাঁরা বলছেন, ডলারের নিরিখে পাকিস্তানের টাকা নামছে নিচের দিকে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করেছেন, দেশজুড়ে কৃষক সমস্যা ক্রমবর্ধমান। ফলে খাদ্য নিরাপত্তায় সংকট দেখা দিতে পারে। এদিকে বর্তমান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকিয়েছিলেন আইএমএফের দিকে। সেদিক থেকেও তেমন কোন আশার আলো দেখতে না পাওয়ায় এখন পরিস্থিতি কোথায় দাঁড়ায়, সেদিকে তাকিয়ে রয়েছেন পাকিস্তানের সাধারণ মানুষ।