Market
২৯ দিনে পদ্মা সেতু থেকে টোল আদায়ের অঙ্কটা চমকে দিয়েছিল বিশ্ববাসীকে। এবার নতুন চমক এলো ৪২ দিনের মাথায়। সম্প্রতি বাংলাদেশের অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৪২ দিনে পদ্মা সেতুর দুই প্রান্ত মানে জাজিরা এবং মাওয়া থেকে টোল বাবদ রাজস্ব আদায় হয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতন। অঙ্কটা ছুঁয়েছে ১০০ কোটি টাকা। যা কার্যত পদ্মা সেতুর গুরুত্বকে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
সূত্র মারফৎ জানা গিয়েছে, ৪২ দিনের মাথায় পদ্মা সেতু দিয়ে গাড়ি যাতায়াত করেছে প্রায় ৮ লক্ষ মতন। প্রতিদিন প্রায় ২০ হাজার যানবাহন যাতায়াত করেছে এই পদ্মা সেতুর উপর দিয়ে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৫ অগাস্ট পর্যন্ত পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি যাতায়াতের সংখ্যাটা পৌঁছে গিয়েছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৩৪৯-এ। আর ঐ সেতু থেকে ইতিমধ্যেই টোল আদায়ের অঙ্কটা পৌঁছে গিয়েছে ৯৯ কোটি ৭ লক্ষ ৮৩ হাজার ৪০০ টাকায়।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন ২৫ জুন নাগাদ। উদ্বোধনের দিন গাড়ি যাতায়াত বন্ধ রাখা হয়েছিল। তারপর ২৬ জুন থেকে পদ্মা সেতু গাড়ি চলাচল শুরু করে। প্রথম দিনেই পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি যাতায়াত করে ৫১ হাজার ৩১৬টি। আর যানবাহন থেকে টোল আদায় করার অঙ্কটা প্রথম দিনেই রেকর্ড তৈরি করে। আয়ের অঙ্কটা দাঁড়ায় ২ কোটি ৯ লক্ষ ৪০ হাজার ৩০০ টাকা মতন। পদ্মা সেতু বাংলাদেশের অন্যতম মেগা প্রোজেক্ট হিসেবে আত্মপ্রকাশ করে। পদ্মা সেতু চালু হওয়ার পর দুই প্রান্তের ব্যবসার চাকাটা অনেক দ্রুত ঘুরতে শুরু করে দেয়। এমনকি, এপার বাংলার সঙ্গে ওপার বাংলার ব্যবসা-বাণিজ্যের রাস্তাটাও আরও মসৃণ হয়ে যায়। যত দিন যাচ্ছে, ততই পদ্মা সেতু বাংলাদেশবাসির জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। এবারেও সেই প্রমাণ হাতে কলমে দেখিয়ে দিল পদ্মা সেতু।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ