Trending
পেরিয়েছে মাত্র ২৯ দিন। কিন্তু এরই মধ্যে পদ্মা সেতুর টোল ট্যাক্স আদায়ের অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতন। বাংলাদেশ সংবাদমাধ্যম জানিয়েছে, এই ক’দিনেই পদ্মা সেতু থেকে টোল ট্যাক্স আদায় করা হয়েছে ৭৪ কোটি টাকারও বেশি। যা কার্যত হইচই ফেলে দিয়েছে দেশবাসীর মধ্যে। জানা গিয়েছে, ২৬ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল ট্যাক্সের আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ কোটি ২৬ লক্ষ ৭২ হাজার ১৫০ টাকা।
এখানেই শেষ নয়। জানা গিয়েছে, যত দিন যাচ্ছে, ততই কদর বাড়ছে পদ্মা সেতুর। এই ২৯ দিনে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন যাতায়াত করেছে প্রায় ৬ লক্ষ ৪ হাজার ৯৩৮টি মতন। আর যে কারণে এতো বিপুল অঙ্কের টোল ট্যাক্স এই সীমিত সময়ের মধ্যে আদায় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদমাধ্যম। সূত্রের খবর, মাওয়া প্রান্ত হয়ে সেতু পেরিয়েছে ৩ লক্ষ ৩ হাজার ৯৮৯টি গাড়ি। সেদিক থেকে টোল ট্যাক্স আদায়ের অঙ্ক পৌঁছে গিয়েছে ৩৭ কোটি টাকারও বেশি। অন্যদিকে জাজিরা প্রান্ত মারফৎ গাড়ি যাতায়াত করেছে ৩ লক্ষ ৯৪৯টি গাড়ি। আর জাজিরা প্রান্ত থেকেও যাওয়া-আসা করা বাবদ টোল ট্যাক্স আদায় হয়েছে ৩৭ কোটির বেশি।
প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম মেগা প্রোজেক্ট হিসেবে প্রথম দিনেই ইতিহাসের পাতায় ঠাঁই হয় পদ্মা সেতুর। এরপর যত পেরিয়েছে সময়, ততই পদ্মা সেতু নিয়ে উন্মাদনায় ভেসেছেন বাংলাদেশের মানুষ। গত মাসেই পদ্মা সেতুর উদ্বোধন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তারপরেই পদ্মা সেতু দিয়ে যানবাহনের চলাচল ক্রমশই বাড়তে থাকে। আর এখান থেকেই টোল ট্যাক্স আদায় করে কার্যত রেকর্ড তৈরি করল পদ্মা সেতু।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ