Daily
পদ্মা সেতুতে ট্রেন কবে থেকে চলবে, এই প্রশ্নটা এখনো ঘোরাঘুরি করছে বাংলাদেশবাসীর মধ্যে। ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু তৈরি করতে সময় লেগেছে দীর্ঘ ১১ বছর। দোতলা এই সেতুর একতলা দিয়ে চলেছে যানবাহন। আর অন্যতলা দিয়ে চলবে ট্রেন। স্বাভাবিকভাবেই, গাড়িঘোড়া যাতায়াত করলেও, ট্রেন কবে থেকে চলবে এই নিয়ে রয়েছে এখনো ধোঁয়াশা। মনে করা হচ্ছে, ২০২৩ সালের জুন মাসে ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলবে। কিন্তু তার আগেই রেলগাড়ি ছুটতে দেখা গেল পদ্মা সেতুর ওপর দিয়ে।
পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্পের প্রায় ৩২ কিলোমিটার রেল লাইনের উপর দিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হল ট্রেন। ট্রেনের দুটি বগিকে কর্মকর্তাদের নিয়ে ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত ছুটতে দেখা যায়। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প নিঃসন্দেহে একটা বিশাল প্রোজেক্ট। কোন কোন কর্মকর্তা মনে করছেন, এই রেল প্রোজেক্ট শেষ হতে সময় লাগতে পারে আরও দু’বছর মতন। তার জন্য ঢাকা থেকে যশোর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে দীর্ঘ ১৬৯ কিমি রেললাইন।
চলতি বছরের গত ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতুর। বর্তমানে পদ্মা সেতুর প্রতিদিনের আয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি টাকার মতন। অনেকেই বলছেন, ২০২৯ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলবে দিনে ৩৪,৭২৫টি। আর ২০৫০ সালের মধ্যে ৬৬,৮২৯টি। মনে করা হচ্ছে, সব ঠিক থাকলে পদ্মা সেতু থেকেই আয় হবে ৬২১ কোটি টাকা মতন। এরপর যদি গাড়ির পাশাপাশি আবার ট্রেন চলে, সেক্ষেত্রে পদ্মা সেতুর আয় তো বাড়বেই। একইসঙ্গে বাংলাদেশের আর্থিক স্বাস্থ্যেরও অনেকটা উন্নতি হবে। সড়কপথের পাশাপাশি রেলপথ শুধু বাংলাদেশের সাধারণ মানুষের জন্য নয়, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের চাকাটাও আরও ভালো করে ঘোরাতে সাহায্য করবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ