Story
বাংলাদেশের অন্যতম মেগা প্রজেক্ট। বাংলাদেশের স্বপ্নের সেতু- পদ্মা সেতু। আর কয়েকদিন। তারপরেই অপেক্ষার অবসান। চলতি বছরের ২৫ জুন উদ্বোধন হবে দেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতুর। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে শরীয়তপুর এবং মাদারিপুর জেলা। দ্বি-স্তর বিশিষ্ট এই পদ্মা সেতুর উপরের স্তরে রয়েছে চার লেনের সড়ক। এছাড়া নিচে রয়েছে একটি রেলপথ। এই পদ্মা সেতু নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে ৪২টি পিলার। একইসঙ্গে এই সেতুর মূল কাঠামো তৈরি করা হয়েছে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান দিয়ে। ৯১৮ একর জমির উপরে নির্মাণ করা হয়েছে এই সেতু।
এইসিওএমের নেতৃত্বে আন্তর্জাতিক এবং জাতীয় পরামর্শকদের সহায়তায় তৈরি করা হয়েছে পদ্মা সেতুর নকশা। এই সেতুটি তৈরি করার দায়িত্ব পড়ে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের অধীনস্থ একটি সংস্থা চায়না মেজর ব্রিজের উপরে। ২০১৪ সাল থেকে শুরু হয় এই সেতু নির্মাণ। আর এই গোটা পদ্মা সেতুটি তৈরি করতে খরচ হয়েছে ৩০ হাজার কোটি টাকা। বাংলাদেশের সকল নেতা,মন্ত্রীরা একবাক্যে স্বীকার করে নিয়েছেন, স্বাধীনতার পর এই সেতুই হতে চলেছে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। মনে করা হচ্ছে, বাংলাদেশের আর্থিক বৃদ্ধিতে পদ্মা সেতু এক গুরুত্বপূর্ণ ছাপ রাখতে চলেছে। কি রকম, জেনে নেওয়া যাক।
মনে করা হচ্ছে, পদ্মা সেতু সাধারণের জন্য খুলে দেওয়া হলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষিক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ধরা পড়বে। ফলমূল, শাক-সবজি সবই ঢাকায় নিয়ে আসা অনেকটাই সহজ হয়ে যাবে। কৃষি প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান গড়ে উঠবে। স্থানীয় ব্যবসায়ীদের রফতানি নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না। যেহেতু পদ্মা সেতুটি দেশের দুই প্রান্তকে জুড়তে সাহায্য করবে, তাই পদ্মা সেতুকে কেন্দ্র করে শিল্পের বিকাশ হবে ভালোরকম। জানা গিয়েছে, পদ্মা সেতু তৈরি হওয়ার কারণে সরাসরি উপকৃত হবেন ৩ কোটির বেশি মানুষ। ইকোনমিকালি ডেভেলপড হবে ৪৪ হাজার বর্গ কিলোমিটার। একইসঙ্গে জানা গিয়েছে, শুধু পদ্মা সেতু একাই দেশের জিডিপি ১.২ শতাংশ বৃদ্ধি করতে সাহায্য করবে।
উত্তাল পদ্মা। শান্ত পদ্মা। গভীর পদ্মা। বাংলাদেশের অন্যতম প্রধান নদীর উপরে এই সেতু নির্মাণ প্রথম থেকেই খুব চ্যালেঞ্জিং বিষয় ছিল। একইসঙ্গে পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের জনজাতির জন্য মাইলফলক হয়ে বেঁচে থাকবে। সেতুটি এমন বৈজ্ঞানিক উপায়ে নির্মাণ করা হয়েছে, যে ভূমিকম্পের ধাক্কা সামলাতে খুব একটা বেগ পেতে হবে না পদ্মা সেতুকে। তাই বলাই যায়, বিপুল অর্থ খরচ করে নির্মিত পদ্মা সেতু শুধুই বাংলাদেশের জাতীয় ইতিহাসকেই মজবুত করল না, মজবুত করল দেশের অর্থনীতিকেও। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে, তবে শেয়ার করুন। সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।