Daily

অপেক্ষার চাদর উড়িয়ে চোখের সামনে নির্মীয়মাণ স্বপ্নের পদ্মা সেতু। বাংলাদেশের ঢাকার ধামরাই উপজেলার সুতিপারা এলাকার দশম শ্রেণির ছাত্র মোঃ সোহাগ যত্ন করে নিজের বাড়ীতেই বানিয়েছে তার প্রানের পদ্মা সেতু। আর সেই সেতুকে দেখতেই প্রতিদিন শতাধিক মানুষের ভিড় করছেন এই খুদে ইঞ্জিনিয়ারের বাড়িতে।
২০১৮ সালে পদ্মা সেতুর নাম শুনেই সোহাগের ইচ্ছে হয় সেও সেতু নির্মাণের কাজে সামিল হবে। কিন্তু তা যে কার্যত অসম্ভব তা বুঝতে পারে সে। মনের ইচ্ছেকে প্রান দিতে, পড়ালেখা বাদ দিয়ে বাড়িতেই বাঁশ মাটি নিয়ে মেতে থাকে এই শিক্ষার্থী।
বার বার ভেঙেছে, বার বার গড়েছে। তবু হার মানে নি সোহাগ। অবশেষে ২০২০ সালের নভেম্বর থেকে তৃতীয়বারের মতো কোমর বেঁধে শুরু হয় তার পদ্মা সেতু তৈরির যাত্রা। দীর্ঘ ৫ মাস পর প্রান পায় সোহাগ তথা ধামরাই উপজেলাবাসির স্বপ্নের পদ্মা সেতু।
বড় হয়ে দক্ষ ইঞ্জিনিয়ার হতে চায় ছোট্ট সোহাগ। খুদে ইঞ্জিনিয়ারের প্রতিভায় মুগ্ধ আপামর বাংলাদেশবাসি। পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সুতিপারা ইউনিয়ন এর চেয়ারম্যান সহ আরও অনেকেই।
ব্যুরো রিপোর্ট