Story

ধানচাষকে আরও লাভজনক করে তুলতে বিশেষ করে ধানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের প্রযুক্তিমুখী করে তুলতে বদ্ধপরিকর পূর্ব মেদিনীপুরের জেলা কৃষি দফতর। জেলার পটাশপুর, পাঁশকুড়া, ভগবানপুর, খেজুরিব্লক সহ একাধিক ব্লকে এখন এই খারিফ মরশুমে চলছে মেশিনে ধান রোপনের হাতে কলমে কর্মশালা।
প্রচলিতভাবে ধান চাষে বীজ তোলা থেকে রোপণ পুরো পদ্ধতিটাই বেশ ব্যয়বহুল হয় বলে কৃষি দফতর চাষে বাড়তি লেবারের সমস্যা কমাতে যান্ত্রিক পদ্ধতির ক্ষেত্রে ড্রাম সিডারের পাশাপাশি ব্যপকভাবে প্যাডি ট্রান্সপ্ল্যান্টার মেশিন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের জমিতে জমিতে এখন শুধুই প্যাডি ট্রান্সপ্ল্যান্টার মেশিনের ঘরঘরানির আওয়াজ। কি কি সুবিধা থাকছে এই মেশিনে?
কম খরচে বাড়তি মজুরের ব্যবহার না করে বাড়ির ট্রেতে কিংবা ম্যাটে বীজ তোলার পর সেই বীজ মেশিনের সাহায্যে একসঙ্গে ছটা রো ধরে বসিয়ে দেওয়া যাচ্ছে। খুশি কৃষকরাও।
তবে মেশিনের সাহায্যে ধানের চারা রোপণ যে বিজ্ঞানসম্মতভাবে চাষির উৎপাদনকে বৃদ্ধি করবেই, সে ব্যপারে নিশ্চিত কৃষি দপ্তর।
গত দু’ বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে বহু কর্মশালা আয়োজন করে কৃষিদপ্তর এই প্যাডি ট্রান্সপ্ল্যান্টার মেশিনের ব্যবহার চাষিদেরকে উতসাহিত করছে। আর এবারের খারিফ মরশুমে তো কৃষকদের একেবারে নিখরচায় নিজেদের জমিতে গিয়ে মেশিনের সাহায্যে ধান রোপণ করে দিল কৃষি দপ্তর।
প্রসূণ ব্যানার্জী, পূর্ব মেদিনীপুর