Story
ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ। যেখানে ৭০শতাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল। তার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিও মূলত কৃষি প্রধান। বিশেষত পুরুলিয়ার প্রধান শস্য হল ধান। যেখানে বেশিরভাগ কৃষকবন্ধুই ধান চাষ করে থাকেন। তাই, জেলার কৃষি অর্থনীতিও নির্ভর করে এই ধান চাষের উপর। কিন্তু, এখানে সমস্যা হল সঠিক সময়ে চাষের জন্য শ্রমিক না মেলায় সঠিক সময়ে চারা রোপন করতে না পারা। ফলে ধানের ফলনে এর প্রভাব পড়ে। এই সমস্যা সমাধানে পুরুলিয়ার কল্যাণ কৃষি বিজ্ঞান কেন্দ্র পরীক্ষামূলকভাবে এইবছর প্যাডি ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপনের প্রদর্শনীক্ষেত্র তৈরী করেছে। ফলে এই কৃত্রিম পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী হয়েছেন এখানকার কৃষকরা।
আগে সঠিক সময়ে চারা রোপন করতে না পারায় চারার বয়স বেড়ে যেত। এই সমস্ত সমস্যা দূর করে আগামীদিনে এই যন্ত্রের সাহায্যে চারা রোপন করে কৃষিক্ষেত্রে নতুন দিশা আনতে চায় পুরুলিয়ার কল্যাণ কৃষি বিজ্ঞান কেন্দ্র।
এই যন্ত্রের ব্যবহারে একদিকে যেমন চারার পরিমান কম লাগে, অপরদিকে রোগ – পোকার সমস্যাও কম হয়। এছাড়াও, শ্রমিক খরচ কম হওয়ায় দেখা গিয়েছে সামগ্রিকভাবে ধান চাষের খরচও কমে যায়।
সন্দীপ সরকার, পুরুলিয়া