Market
চাষেও ত্রাস করোনার। আবারও জমছে লকডাউনের ভয়। তার জেরেই দুশ্চিন্তায় ধানকৃষক সহ আলু ব্যবসায়ীরা।
এপ্রিলের শেষ থেকেই বোরো ধান তোলার প্রয়োজন পড়ে। ধান তোলা হয় মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। কিন্তু বাংলায় যেভাবে ভাইরাস চোখ রাঙাচ্ছে তাতে লক্ষ লক্ষ কৃষকদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ফলে চাষজমিতে নেমেছে অনিশ্চয়তা।
ওদিকে আশঙ্কার মেঘ জমেছে আলু ব্যবসাতেও। সাধারণত মে মাসের শুরু থেকেই বিভিন্ন কোল্ড স্টোরেজ থেকে আলু তোলা হয় বিভিন্ন বাজারে ছড়িয়ে দেবার জন্য। এই রাজ্য জুড়ে ছড়িয়ে আছে ৪৫০ কোল্ড স্টোরেজ। যেখা জমা থাকে প্রায় ৭১ লক্ষ টন আলু। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে বাজারে আলুর জোগান দেবার জন্য প্রয়োজন পড়ে বড় অঙ্কের শ্রমিকের। কিন্তু অবস্থা যেদিকে এগোচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ীরা।
এই ভীতি তৈরি হবার পেছনে কাজ করছে গত বছরের ছবি। যখন লকডাউনের কারণে দুর্ভোগে পড়তে হয় লক্ষ লক্ষ খেটে খাওয়া মানুষদের। এই রাজ্যে এখনও পর্যন্ত লকডাউন বা কার্ফুর কথা শোনা না গেলেও অন্যান্য রাজ্যের অবস্থার কথা অজানা নয় কারুর। তাই পরিস্থিতি কী হতে পারে সেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন তাঁরা।
ব্যুরো রিপোর্ট