Daily
বাংলার ধানক্ষেত দিয়ে এখন শুধুই বোরো মরশুমের হাওয়া। চারা রোপণ হয়ে গিয়েছিল আগেই। এখন ধীরে ধীরে বেড়ে উঠছে তারা। ধানের শিষ বেরোতে শুরু করেছে ইতিমধ্যেই। এখন শুধুই ফসলের অপেক্ষা। তবে, সেই ফসল আসার উন্মাদনাটাই নেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কৃষকদের মধ্যে। কিন্তু কেন? কৃষকদের হতাশার খবর পেতে তাদের কাছে পৌঁছলেন বিজনেস প্রাইম নিউজের প্রতিনিধি।
গাছের পাতায় দেখা দিয়েছে হালকা বাদামি রঙের মাকুর মত দাগ। বিঘের পর বিঘে ধান জমির ছবিটা খানিকটা একই। ব্যহত হচ্ছে ফলন, ক্ষতির শিকার চাষিরা। কৃষিদপ্তর বলছে এই রোগের নাম ঝলসা। ঠিক কি কারণে এই রোগে আক্রান্ত হয় ধানগাছগুলো? আর এই রোগে আক্রান্ত হলে কি পরিণতি হয় গাছগুলোর? শুনে নেব।
রোগ তো জানা গেল। কিন্তু এর প্রতিকার কি? কৃষি বিশেষজ্ঞরা বলছেন, মূলত গত সিজনের বিষ থেকে এই রোগটা পরবর্তী সিজনে ছড়িয়ে পরে এবং সংক্রমিত করে আশেপাশের জমিগুলোকেও। গতি কিন্তু ভীষণ র্যাপিড। তাই নিয়ম মেনে বিষ শোধন করা খুব প্রয়োজনীয়। রোগ সংক্রমণ আটকাতে কি করতে হবে, সেটাই বিস্তারিত জানালেন জামবনি ব্লক কৃষিদপ্তরের আধিকারিক তন্ময় দাস।
চাষিদের এই সমস্যা দূর করার জন্য নিরন্তর প্রয়াস করছেন কৃষি বিভাগের আধিকারিকরা। চলছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রচার। এখন কত তাড়াতাড়ি জেলার কৃষকরা এই পরিস্থিতি থেকে মুক্ত হন, সেটাই দেখার।
প্রসূন ব্যানার্জি
মেদিনীপুর