Daily
ভ্যাপসা গরমের হাঁসফাসানি কাটিয়ে বহুদিন পর দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। কিন্তু স্বস্তির বৃষ্টি আসলেই কতটা স্বস্তি দিল বাংলার চাষিভাইদের? শনিবার থেকে দমকা হাওয়া আর মুষলধারে বৃষ্টির জেরে কার্যত জলের তলায় এই বাংলার বিস্তীর্ণ জলের জমি। যদিও হঠাৎ বৃষ্টির জেরে চাষের জমির জলের তলায় চলে যাওয়া বা এর জেরে কৃষকদের ব্যাপক ক্ষতি হওয়া, কোনটাই নতুন কিছু নয়। তাই প্রতিবারের মতই এবারেও নিজেদের ক্ষতিতে কোনরকমে প্রলেপ লাগাতে ব্যস্ত কৃষকবন্ধুরা।
উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা। গত কয়েকদিনের রাতভর বৃষ্টির জেরে একেবারে জলের তলায় সেখানকার বিঘের পর বিঘে ধান জমি। জলের তলায় পাকা ধান। প্রবল সম্ভাবনা রয়েছে অঙ্কুরোদ্গমের। কাজেই গত রবিবার থেকেই ধান জমির বেঁচে থাকা ধানটুকু বাঁচাতে মরিয়া এলাকার চাষিভাইরা।
চাষের জমিগুলো এখনও হাঁটু জলের নিচে। এইভাবে জলের তলায় ফসল থাকলে পচে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই কাঁচা-পাকা যে অবস্থাতেই রয়েছে, সেই অবস্থা থেকেই ফসল বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন চাষিভাইরা। মুখিয়ে রয়েছেন সরকারি সাহায্যের উদ্দেশ্যে।
কয়েকদিনের এই ব্যাপক বর্ষণে যে ক্ষতির মুখোমুখি হয়েছেন বাংলার কৃষকরা, তার ক্ষতিপূরণ সত্যিই হয়না। তবু সরকার যদি কিছু পরিমাণ ভরপাইয়ের ব্যবস্থা করেন, তাতে খানিক স্বস্তি পাবেন তারা। এখন চাষিভাইদের মুখের দিকে তাকিয়ে সরকার কি ব্যবস্থা নেন, সেটাই দেখার।
বিক্রম লাহা