Daily
জ্যৈষ্ঠের শুরুতেই অতিবৃষ্টি আর ঝড়ো হাওয়ার সাঁড়াশি আক্রমণে চরম দুর্ভোগের শিকার বাংলার ধান চাষিরা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার প্রায় ১০০ বিঘা ধানি জমি আজ জলের তলায়। প্রায় অনেক অঙ্কের টাকার ক্ষতির মুখোমুখি হয়েছেন স্থানীয় বোরো ধান চাষিরা।
প্রায় এক বুক সমান জলের তলায় বিঘার পর বিঘা বোরো ধান জমি। জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় জল ঠেলে মাঠে ট্র্যাক্টর ঢোকারও কোন উপায় দেখতে পাচ্ছেন না তারা। কাজেই পরে থাকা পাকা ধান এখন কেটে আনা তো দূর অস্ত, এখন সেগুলো শুধুই পচন ধরার অপেক্ষায়। এত বড় অঙ্কের ক্ষতিটা সামাল দেওয়া বড় কঠিন। তাই উপায় না দেখে নৌকো করেই ধান কাটতে ক্ষেতে যাচ্ছেন স্থানীয় কৃষকদের একাংশ।
বাংলাদেশ থেকে বেশ অনেকটা পরিমাণ জল চলে আসছে ধানি জমিগুলোতে। জমি সংলগ্ন যে ক্যানেল আছে সেখান থেকেই অতিরিক্ত জল ঢুকছে জমিগুলোতে। তাই ওই ক্যানেলে একটা সুইচ গেটের আবেদন জানাচ্ছেন স্থানীয় কৃষকেরা। এই বিষয়ে সরকারি সাহায্যের দিকে মুখিয়ে আছেন তারা।
জলের তলায় জমি। পাকা ধান কেটে তা উঁচু জায়গায় তুলে আনতে খরচও বেড়ে গিয়েছে অনেকটাই। তাই সরকারি সাহায্যের আশা রাখছেন কৃষকদের একাংশ। এখন এলাকার পরিস্থিতি দেখে সরকার কোন পদক্ষেপ নেয় কি না, সেটাই দেখার।