Daily

রাজ্যে দৈনিক সংক্রমণ কমছে ঠিকই কিন্তু অক্সিজেনের সংকট কমেনি। এমনিতেই অক্সিজেন, করোনা মোকাবিলার জন্য অন্যান্য সামগ্রী এবং টিকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরোধ লেগেই আছে। এরই মধ্যে অক্সিজেন প্ল্যান্ট বসান নিয়ে বিরোধিতা তৈরি হল খোদ রাজ্য সরকারের দুই দফতরের মধ্যেই।
ঘটনার কেন্দ্রে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সেখানেই অক্সিজেন প্লান্ট বসানোর কথা হয়েছিল এই অতিমারি পরিস্থিতিতে উত্তরবঙ্গের মানুষদের মাথা থেকে দুর্ভোগের ছায়া সরানোর জন্য। কিন্তু ছায়া তো সরে গেলই না। উল্টে বিপদ যেন শিয়রে এসে বসল। কারণ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে অক্সিজেন প্লান্ট প্রকল্প কার্যত থমকে গেল। আর এই নিয়েই স্বাস্থ্য দপ্তর এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মধ্যে বিবাদ পৌঁছল সপ্তমে।
স্বাস্থ্য দপ্তরের কর্তাদের দাবি, প্রতিদিনই অক্সিজেনের চাহিদা মারাত্মকভাবে বাড়ছে। পরিস্থিতির কথা মাথায় রেখে তাই অক্সিজেন প্লান্ট বসানোর কথা হয়। কিন্তু ঢিলেমি এসেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের থেকেই। তাই স্বাস্থ্য দপ্তরের আশঙ্কা, তৃতীয় ঢেউতেও হয়ত এই প্লান্ট বসবে না। যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জানিয়েছে, অক্সিজেন প্লান্ট বসানোর জন্য টেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু নিয়ম মেনে তিনটি সংস্থা টেন্ডারে অংশ না নেওয়ার জন্য সেটি বাতিল করা হয়েছে। ফের ৭ জুন আবার ডাকা হবে টেন্ডার।
ব্যুরো রিপোর্ট