Daily

দুয়ারের সরকার তো এসেছেই। রাজ্যেও সরকার এসেছে। কিন্তু দুয়ারে অক্সিজেন? অভিনব হলেও এটাই সত্যি। এবার অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাবে একেবারে বাড়ির দরজায়।
একদিকে করোনা পরিস্থিতিতে জেরবার সাধারণ মানুষ। সর্বত্র শোনা যাচ্ছে অক্সিজেনের হাহাকার। এরই মধ্যে কিছুটা স্বস্তি দিল ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব। ক্লাবের পক্ষ থেকে করণা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে বিনামূল্যে দুয়ারে অক্সিজেন পরিষেবা চালু করা হল।
ক্লাবের সভাপতি পার্থ ধরের বক্তব্য তারা প্রতি বছরই বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। পুটিমারি পরিস্থিতিতে অক্সিজেনের হাহাকার তাদের উদ্বেগে রেখেছিল। টাইম মানুষ যাতে অক্সিজেন পায় সেই জন্য তারা নিল উদ্যোগ। ক্লাবের পক্ষ থেকে এলাকার মানুষদের পরিষেবা দেবার জন্য একেবারে দরজায় গিয়ে হাজির হল তারা। সঙ্গে অক্সিজেনের সিলিন্ডার। এলাকাবাসীকে অক্সিজেন দিয়ে সাহায্য করার জন্য সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকে।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান