Prime
Daily
দিনেদুপুরে বিরল প্রজাতির প্যাঁচার আগমন
By Business Prime News | May 29, 2021
Daily
দিনে দুপুরে গৃহস্থের বাড়িতে আগমন স্বয়ং ধনং দেহীর বাহনের। বিরল প্রজাতির পেঁচার আগমনে হতবাক উত্তর দিনাজপুরের সিংহ বাড়ির লোকজন।
উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ফলেন্দ্র নাথ সিংহের বাড়িতে পরিবারের সদস্যরা ওই পেঁচাটিকে দেখতে পেয়ে সাথে সাথে খবর দেন চোপড়া বনদপ্তরে। বনদপ্তরের আধিকারিকরা ওই বিরল প্রজাতির পেঁচাটির সাধারণ চিকিৎসার পরে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
বনদপ্তর সূত্রে খবর, চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী এলাকায় কাকের অত্যাচারে পেঁচাটি নিজের প্রান বাঁচানোর জন্য এক বাড়িতে আশ্রয় নেয়। উদ্ধার করার পর পেঁচাটিকে রায়গঞ্জের কুলিক ফরেস্টে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
ব্যুরো রিপোর্ট