Daily

লাখপতি হতে চান? চিন্তা নেই, ধনী, দরিদ্র মধ্যবিত্ত সমাজের সকল স্তরের মানুষের কথা মাথায় রেখে এলআইসি আনলো নতুন যোজনা। নাম? এলআইসি জীবন লাভ। মাত্র ২৩৩ টাকার বিনিময়ে আপনিও হতে পারেন লাখপতি।
কি এই পলিসি? এলআইসি জীবন লাভ স্কিম হলো একটি নন লিঙ্কড পলিসি। এই স্কিমটি একটি লিমিটেড প্রিমিয়াম প্ল্যান। শেয়ার বাজারের সাথে এর কোনো সম্পর্ক নেই, আপনার সঞ্চিত টাকা থাকবে একেবারে সুরক্ষিত। মূলত গ্রাহকদের বিভিন্ন আর্থিক সুবিধে দিতে অর্থাৎ, সন্তানের পড়াশুনো, সম্পত্তি কেনা-বেচা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রকে কভার করতে চালু করা হয়েছে এই পলিসি। এই পলিসির ক্ষেত্রে কমপক্ষে ২ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ড নিতে হবে। ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দেওয়ার পর লোন নেওয়ার সুবিধা মিলবে গ্রাহকের। এমনকি পলিসি হোল্ডারের কোনো কারণে মৃত্যু হলে, নমিনি থাকা ব্যক্তি পেয়ে যাবেন বিমার টাকা এবং সঙ্গে বোনাস।
কিভাবে লাখপতি হবেন? কোনও ব্যক্তি যদি ২৩ বছর বয়সে ১৬ বছরের টার্ম প্ল্যান নেন ও ১০ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ড অপশন নেন তাহলে তাঁকে পরবর্তী ১০ বছর পর্যন্ত প্রতিদিন ২৩৩ টাকা দিতে হবে। অর্থাত্ তাঁকে মোট ৮,৫৫,১০৭ টাকা দিতে হবে। ওই ব্যক্তির ৩৯ বছর বয়সে মানে, ম্যাচিউরিটির সময় তিনি পেয়ে যাবেন ১৭,১৩,০০০ টাকা।
ব্যুরো রিপোর্ট