Jobs

এমটিএস এবং অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় অধিনস্ত শ্যামলাল কলেজ। শূন্যপদের সংখ্যা ১০। নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র জমা নেয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা সুযোগ হাতছাড়া করবেন না। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৮ জানুয়ারি।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামলাল কলেজে লাইব্রেরিয়ান, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, এমটিএস, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা ২৭ বছর হতে হবে। এছাড়াও লাইব্রেরিয়ান, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের জন্য প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর ও অ্যাসিস্ট্যান্ট, এমটিএস পদের জন্য বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর হওয়া জরুরি।
ব্যুরো রিপোর্ট