Academy

আগামী বছর নতুন শিক্ষাবর্ষ থেকে স্কটিশ চার্চ স্কুলে ভর্তি হবার সুযোগ পাবে ছাত্রীরাও। এমন কথাই জানা গেছে স্কুল কর্তৃপক্ষর কাছ থেকে। ১৯৩ বছরের ইতিহাসে এই সিদ্ধান্ত প্রথম।
১৮৩০ সালে গড়ে উঠেছিল এই স্কটিশ চার্চ স্কুল। এই বছর এই স্কুলের ১৯৩ বছর পূর্তি হচ্ছে। এতদিন পর্যন্ত তাদের কলেজে মেয়েরা পড়ার সুযোগ পেলেও তাদের স্কুলে মেয়েদের পড়ার সুযোগ ছিল না। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে এবার থেকে এতদিনের এই বন্ধ দরজা খুলে যাবে। ২০২৪ শিক্ষাবর্ষ থেকে বিধান সরণির এই স্কুলের মেইন ক্যাম্পাসে একাদশ শ্রেনীতে ভর্তি হতে পারবে মেয়েরা। উত্তর কলকাতার ডাফ স্ট্রিটে প্রাথমিক ও প্রাক প্রাথমিক স্কুলও খুলতে চলেছে এতদিনের পুরনো এই স্কুল। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে সেখানেও ছাত্রদের সঙ্গে সঙ্গে ছাত্রীরাও পড়াশুনা করার সুযোগ পাবে।
কলকাতার অন্যতম প্রথিতযশা স্কুল হল এই স্কটিশ চার্চ । এখানে পড়াশোনার মানও খুব উন্নত। তাই যেখানে কলকাতার অন্যান্য স্কুলগুলো মেয়েদের শিক্ষার প্রসারে অগ্রণী ভুমিকা নিয়েছে সেখানে স্কটিশ চার্চ স্কুল কেন বাদ থাকবে এই প্রশ্ন বার বার উঠেছে। আর এর পরেই আলোচনা করে স্কুল কমিটি যুগোপযোগী এই সিদ্ধান্ত নিয়েছে। স্কুলের পরিচালন সমিতির যে বৈঠক হয় সেখানেই এই কো -এড ব্যবস্থা শুরু করার বিষয়টি স্থির হয়েছে। আরও জানা গেছে যে বিধান সরণির মেইন ক্যম্পাসে একাদশ-দ্বাদশ শ্রেনী এবং ডাফ স্ট্রিটের প্রাথমিক ও প্রাক প্রাথমিক স্কুলগুলো পশ্চিমবঙ্গ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের অধীনেই থাকবে। স্কুল যখন ২০০ বছরে পা দেবে তখন নিশ্চিতভাবে ছাত্রছাত্রী সংখ্যায় একটি সাম্যতা থাকবে বলে আশা করা যায়। এখন শুধু অপেক্ষা বোর্ডের অনুমোদোনের।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ