Daily

দুর্দান্তই ডিজাইন আর ফিচার যুক্ত মোবাইল ফোন বানিয়ে গ্রাহকদের মন জয় করেছে আগেই। এবার পড়ুয়াদের পাশেও দাঁড়াল প্রখ্যাত এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপ্পো। উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেবে তাঁরা। সংস্থার তরফে, জিনিয়াস প্লাস নামে এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে ইতিমধ্যেই।
জানা গিয়েছে, এই বৃত্তির মাধ্যমে মেধাবী পড়ুয়াদের আইআইটি সহ অন্যান্য প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনোর সুযোগ করে দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়িত করার পথে এক ধাপ এগিয়েও গিয়েছে তাঁরা। চুক্তি সাক্ষর করা হয়েছে দিল্লি আইআইটির সাথে। তাঁরা জানিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক অনুযায়ী, প্রথম বর্ষের পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করা হবে। সিজিপিএ তে যাদের নম্বর ৮.০-এর উপর থাকবে, সেই সমস্ত পড়ুয়াদের দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষের পড়ুয়াদের স্কলারশিপ দেবে প্রখ্যাত এই মোবাইল প্রস্তুতকারী সংস্থা। শুধুমাত্র স্নাতক ডিগ্রির পড়ুয়ারাই নয়, স্কলারশিপ পাবেন স্নাতকোত্তর বা পিএইচডি স্কলাররাও।
পড়ুয়াদের পড়াশুনোর ব্যাপারে নজর রাখার জন্য একজন প্রতিনিধি নিযুক্ত করবে এই সংস্থা। যিনি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে পড়ুয়াদের ব্যাপারে খোঁজ খবর রাখবেন। আর এই পাইলট প্রজেক্টের মাধ্যমে দেশের যুব সমাজের সাথে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি মেধাবী পড়ুয়াদের কাছে পৌঁছনই হবে তাদের মূল লক্ষ্য। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তির পথ প্রসারের জন্য এবং এর গবেষণাকে আর উন্নত করার জন্য হায়দ্রাবাদ আইআইটির সাথে যৌথ উদ্যোগে কাজ করছে তাঁরা।
ব্যুরো রিপোর্ট