Daily

খোলা জায়গায় শৌচকর্ম নয়। কলকাতাকে শৌচমুক্ত শহর হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এবার উঠেপড়ে লেগেছে কলকাতা পুরসভা। যে কারণে পুরসভার পক্ষ থেকে জারি হয়েছে মোটা অঙ্কের জরিমানাও। অর্থাৎ পুরসভার তরফে জানানো হয়েছে, খোলা জায়গায় শৌচকর্ম করলে জরিমানা হবে ৫০০ টাকা।
এই প্রক্রিয়া পুরোপুরিভাবে চালু করার জন্য স্থানীয় সকল ওয়ার্ড কো-অর্ডিনেটারের থেকে তালিকা চেয়েছে পুরসভা। জানতে চাওয়া হয়েছে ওয়ার্ডের কোন কোন জায়গায় খোলা বাথরুমের সমস্যা রয়েছে এবং কোথায় নতুন বাথরুম বানানো যেতে পারে।
পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও জায়গা না পাওয়া গেলে প্রয়োজনে জমি খুঁজে বানানো হবে শৌচালয়। পাশাপাশি কেএমডিএ যে শৌচালয়গুলি বানিয়েছিল, সেগুলির অবস্থাও খুব একটা ভালো নয়। তাই সংস্কারের প্রয়োজন পড়েছে। এমনকি খালের ধারে যারা বাস করেন, তাঁদের জন্যও পৃথক শৌচালয় বানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে।
ব্যুরো রিপোর্ট