Market
বি পি এন ডেস্ক: আগেও বহুবার আর্জি জানিয়েছিল ভারত। কিন্তু ভারতের আর্জিকে তখন পাত্তা দেয় নি তেল রফতানিকারী সংগঠক ওপেক। যদিও অবশেষে তেলের উৎপাদন বাড়াতে সম্মতি জানাল তারা। তাদের পক্ষ থেকে জানানো হল, মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত বাড়ানো হবে তেলের উৎপাদন। বাড়িয়ে নিয়ে যাওয়া হবে ২০ লক্ষ ব্যারেল পর্যন্ত। জানানো হয়েছে, বিশ্ব বাজারের সঙ্গে পা মিলিয়ে এই উৎপাদন বৃদ্ধি। কিন্তু তেলের দামে কি আদৌ কোন প্রভাব পড়বে?
এমনিতেই পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের দফায় দফায় মূল্যবৃদ্ধি উদ্বেগে রেখেছে দেশের আমজনতাকে। রাজ্যবাসীর কাছেও সংসার চালানোর জন্য মূল্যবৃদ্ধি ভিলেনের ভূমিকা প্লে করছে। এদিকে নির্বাচনের আবহে বঙ্গবাসীর আস্থা ফেরাতে কেন্দ্র দাম কমায় পেট্রোল, ডিজেল সহ গৃহস্থের রান্নার গ্যাসের। কিন্তু সেটা দাম বৃদ্ধির নিরিখে অনেকটাই কম। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকার যেটুকু দাম কমিয়ে বাংলার আস্থা ফিরিয়ে আনতে চাইছে তাতে কেন্দ্রের নেতা-মন্ত্রীরা কতটা সমর্থ হবেন? সংশ্লিষ্ট মহলের আরেকটি প্রশ্ন, ওপেক যদি তেলের উৎপাদন বাড়ায় তার প্রভাব কতটা পড়বে দেশের আমজনতার প্রতিদিনের জীবনে? প্রশ্নের পাশাপাশি উত্তরের অপেক্ষায় গোটা দেশবাসী।