Daily

বিশ্বের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে এখনও পর্যন্ত মানুষ সেভাবে পৌঁছতে না পারলেও বিশ্বের সর্বোচ্চ স্থান এভারেস্টের শিখর ছুঁয়েছেন অনেকেই। কিন্তু তাই বলে মাত্র ২৫.৫০ ঘণ্টায়! কিছুটা অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি করে দেখালেন হংকং-য়ের পর্বতারোহী সাং ইন হুং। এর আগে এত অল্প সময়ে কেউ এভারেস্টের চূড়া স্পর্শ করতে পারেননি। সেইদিক থেকে দ্রুততম পর্বতারোহণের নজির গড়লেন সাং।
জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর ১.২০ নাগাদ বেসক্যাম্প থেকে রওনা দেন সাং। এবং তার পরের দিনই দুপুর ৩.১০ মিনিটে তিনি ছুঁয়ে ফেলেন এভারেস্টের চূড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ২৯,০৩০ ফুট। বেস ক্যাম্প থেকে ফিরে আসার পর সাংয়ের এভারেস্ট জয়ের খবর প্রকাশ করেন নেপালের সরকারি আধিকারিক জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠা। সাংয়ের আগের গিরিরাজের শিখর ছোঁয়ার দ্রুততম নজির গড়েছিলেন নেপালের ঝাংমু লামা। সাল ২০১৭। সময় নিয়েছিলেন ৩৯ ঘণ্টা ৬ মিনিট। সেই রেকর্ড ভেঙে দিলেন সাং মাত্র চার বছরের মধ্যেই।
ব্যুরো রিপোর্ট