Daily

এবার থেকে বিনিয়োগের ক্ষেত্রে এনএফটি টোকেন আনতে চলেছে ড্রিম ইলেভেন সহ অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলি। বরতমানে বাজারে বেশ ভালোরকমের ক্রেজ ছড়িয়েছে এই এনএফটি টোকেন বা নন ফাঞ্জিবেল টোকেন। বিশ্বজুড়ে বিনিয়োগের নয়া মাধ্যম হয়ে উঠতে চলেছে এই এনএফটি টোকেন। অনেকে তো আবার এই নিজের নামেও এই টোকেন বের করে ফেলেছেন।
কিন্তু কি এই এনএফটি টোকেন? আসলে এনএফটি হল একটি ডিজিটাল সম্পদ যা মূলত ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে থাকে। আর নির্দিষ্ট নেটওয়ার্কের কম্পিউটারেই এর হিসেব রাখা হয়। সাধারণত ক্রিপ্টো কারেন্সি বা ডলারে এটি কেনা হয় আর ব্লকচেইন প্রযুক্তিতে এর হিসেব রাখা হয়। ডিজিটাল মুদ্রার সাথে এর এক জায়গাতেই ফারাক রয়েছে। ডিজিটাল মুদ্রার মাধ্যমে একাধিকবার কেনা বেচা করা যায়। কিন্তু এনএফটি টোকেনের মাধ্যমে কেবলমাত্র একবারই কেনা বেচা করা যায়। কারন এর মধ্যে ডিজিটাল সই থাকে, যা কি না এই টোকেনের বিশুদ্ধতা প্রমান করে।
বর্তমানে এনএফটি বাজারের জনপ্রিয়তা তুঙ্গে। আর গেমিং এনএফটির জনপ্রিয়তা নিয়ে তো কোন কথাই হবে না। হবে নাই বা কেন বলুন? বিশেষজ্ঞরা তো বলছেন, অনলাইন গেমিং ক্ষেত্রের ব্যবহারকারীর সংখ্যা গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আর ঠিক সেই কারণেই এখন গেমিং সংস্থাগুলি এই এনএফটি চালু করার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এই এনএফটি টোকেন চালু হলে যে কোনও অনলাইন গেমের ইন-অ্যাপ পারচেজ কার্যত বন্ধ হয়ে যাবে বলে অভিমত বিশেষজ্ঞদের।
বিশ্বের মধ্যে অনলাইন গেম ডাউনলোড বা ইন্সটল করার দিকে সবচেয়ে এগিয়ে ভারত। গোটা বিশ্বে যে পরিমান গেম ডাউনলোড হয় তার মধ্যে ১৮%ই হয় ভারত থেকে। আর এই প্লে টু আর্ন প্রক্রিয়া চালু হলে ভারতের অনলাইন গেমের বাজারে আমুল বদল আসবে। বদলে যাবে গেম বাজারের আর্থিক চালচিত্রটাও। আর ঠিক সেই কারনেই এনএফটি টোকেন চালুর কথা ভাবছে অনলাইন গেম সংস্থাগুলি।
ব্যুরো রিপোর্ট