Jobs

অনলাইন গেমিং-ও নাকি পেশা! কেউ কোনোদিন ভেবেছিল? আজকের প্রজন্মের অনেকেই কিন্তু অনলাইনে গেম খেলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এমনকি চাকরি ছেড়ে গেমিং-এ রোজগারের প্রবণতা বাড়ছে তাদের মধ্যে। আর এই অ্যানালিটিক্স চেক করেই দেখা গিয়েছে আগামী পাঁচ বছরে নাকি ব্যাপক বৃদ্ধি পাবে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির থেকেও বেশি রেভিনিউ তৈরি করবে অনালাইন খেলার জগৎ।
টাইমপাস থেকে পেশা- কোভিড এবং কোভিড পরবর্তী পরিস্থিতে একটা দুর্দান্ত জাম্প দেখা গিয়েছে এই ইন্ডাস্ট্রিতে। ধীরে ধীরে সেটা বেড়েছে, বাড়ছেও। সিনেমা দেখার থেকে গেম খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে আজকের প্রজন্ম। সংখ্যাটা নেহাত কম নয়। ২০২২-২৩ অর্থবর্ষের পরিসংখ্যান বলছে, দেশে অনলাইন গেমার্স রয়েছে প্রায় ৪২.৫ কোটি। শুধু তাই নয়। আগামী পাঁচ বছরে এই সংখ্যাটা পৌঁছতে পারে ৫৭ মিলিয়নে। প্রায় ৩৩,২৭৩ কোটি টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে সমীক্ষা।
এই মুহূর্তে ভারত হচ্ছে ‘মোবাইল ফার্স্ট মার্কেট’। আর অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিতে ভারতের সঙ্গে কম্পিটিশনে এগিয়ে পড়শি দেশ চিন। সেখানে অনলাইন গেমার্সের সংখ্যা প্রায় ৭৫ কোটি। আগামী দিনে এই ইন্ডাস্ট্রির এক্সপানশন ঠিক কতটা হতে পারে, সে বিষয়ে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে। ইনফ্যাক্ট পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের মধ্যে শুধুমাত্র অনলাইন এই গেমিং ইন্ডাস্ট্রিতে প্রায় ২.৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ