Trending

ই-কমার্স পণ্য ক্রয়ের জন্য ক্রেতাদের কাছে এটি এখন একটি অন্যতম জনপ্রিয় বিকল্প। খুব কম সময়ের মধ্যেই এর জনপ্রিয়তা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। দেশে বর্তমানে ই-কমার্সে অ্যাকটিভ ক্রেতার সংখ্যা প্রায় ২৮৯ মিলিয়ন। এই ক্রেতার সংখ্যা বৃদ্ধির পেছনে ক্ষুদ্র অনলাইন ব্যবসা গুলির এক বড় ভূমিকা রয়েছে।
বিখ্যাত মার্কিন ই-কমার্স সংস্থা eBay, small online business inclusive Global Trade Report প্রকাশ করেছে যাতে রয়েছে সারা বিশ্বে ক্ষুদ্র অনলাইন ব্যবসাগুলির কাজকর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য। সারা বিশ্বে ১৮টি বাজারে রপ্তানি শিল্পে ক্ষুদ্র ব্যবসা যে বিশাল সাফল্য পেয়েছে সেই বিষয়টি এই রিপোর্টে পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। আর বিশ্বব্যাপী এই রপ্তানিতে আমাদের ভারত বেশ উল্লেখযোগ্য স্থানেই রয়েছে।
এই রিপোর্ট অনুসারে, যে ক্ষুদ্র ব্যবসাগুলি অনলাইনে তাদের পণ্য রপ্তানি করছে, তারা অফ লাইন ব্যবসার তুলনায় তিন থেকে ছয় গুণ বেশি বাজারে সফল্ভাবে পৌঁছতে সক্ষম হয়েছে। তারা ১০ টি বা তার ও বেশি রপ্তানির বাজারে তাদের পন্য বিক্রি করছে। বেশি সংখ্যায় নতুন নতুন ব্যবসা আসার ফলে আন্তর্জাতিক বাজার তাদের কাছে আর বেশি করে ব্যবহারযোগ্য হয়ে উঠছে। ফলস্বরূপ সারা বিশ্বে ব্যবসাবাণিজ্যের নতুন নতুন সুযোগ ও তৈরি হচ্ছে, যা বিশ্ব অর্থনীতির জন্য ভীষণভাবে ইতিবাচক।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ