Market
এমনিতেই মূল্যবৃদ্ধির ঝাঁঝে নাজেহাল সাধারণ মানুষ। আতঙ্কের পারদ এবার আরো কিছুটা চড়িয়ে আগাম সতর্কবার্তা। সূত্রের খবর, ভোজ্য তেল বা রান্নার গ্যাসের পর এবার বাড়তে পারে পেঁয়াজের দাম। দাম বাড়ার সম্ভাবনা রয়েছে পুজোর সময়।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজের দাম বাড়ার পিছনে সবথেকে বেশি হাত রয়েছে আবহাওয়ার। কারণ, অগাস্ট মাসে কিন্তু দেশে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ২৪% কম হয়েছে। গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। আর বৃষ্টিপাতের এই অভাবই খারিফ মরশুমে পেঁয়াজের দাম বাড়িয়ে তুলবে নজিরবিহীন।
দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে মধ্যপ্রদেশ, গুজরাত এবং মহারাষ্ট্র এগিয়ে রয়েছে একেবারে সামনের দিকে। আর এই প্রত্যেকটি রাজ্যেই বৃষ্টিপাত কম হয়েছে ৩৯%। যেহেতু খারিফ মরশুমে অর্থাৎ জুলাই অগাস্ট মাসে পেঁয়াজ চাষ করার পর তোলা হয় অক্টোবর-নভেম্বর মাসে এবং দেশে প্রতিমাসে গড়ে ১৩ লক্ষ টন পেঁয়াজ খাওয়া হয়। তাই পেঁয়াজের জোগান বাজারে কম হতে থাকলেই আবারও মূল্যবৃদ্ধির ঝাঁঝে নাস্তানাবুদ হবেন সাধারণ মানুষ।
ব্যুরো রিপোর্ট