Market
উৎসব মরশুমের মধ্যেই অনেকটা স্বস্তিতে আমজনতা। খুচরো বাজারে দাম কমার ইঙ্গিত পিঁয়াজের। কেজি প্রতি ৫-১২ টাকা দাম কমতে পারে পিঁয়াজের। কলকাতা সহ দিল্লি, মহারাষ্ট্র, ভুবনেশ্বর, মধ্যপ্রদেশ, গুজরাত, লখনউ, রাঁচি, পাটনা এমনকি হায়দরাবাদের বিভিন্ন বাজারে পিঁয়াজের দাম কমার আশ্বাস দিয়েছে কেন্দ্র। তার কারণ হিসেবে কেন্দ্র ঘোষণা করেছে, ইতিমধ্যেই তাদের মজুত থেকে ১.১১ লক্ষ টন পিঁয়াজ খুচরো বাজারগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, পিঁয়াজের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ ব্যপক বৃষ্টিপাত। যে কারণে পিঁয়াজের জোগান কিছুটা হলেও ধাক্কা খায়। ফলে দাম চড়তে শুরু করে দেয়। একটা সময় সাধারণ মানুষকে এক কেজি পিঁয়াজ কেনার জন্য খরচা করতে হত ৮০-৯০ টাকা। কার্যত ছেঁকা খেতে হচ্ছিল পিঁয়াজের এই আগুনদামে। তাই কেন্দ্রর নজর ছিল পিঁয়াজের এমন রকেট গতিতে মূল্যবৃদ্ধির দিকে। আর সেই কারণে পিঁয়াজের দাম নাগালের মধ্যে আনার জন্য উঠেপড়ে লাগে কেন্দ্র। মজুতে থাকা পিঁয়াজ খুচরো বাজারে ছড়িয়ে দেয়। মনে করা হচ্ছে, এর ফলে একধাক্কায় অনেকটাই দাম কমতে পারে পিঁয়াজের।
ব্যুরো রিপোর্ট