Daily
হাওড়া অশোকনগরের পর এবার পূর্ব মেদিনীপুরের বলাইপণ্ডা। এখানেও মিলতে পারে খনিজ তেলের সন্ধান। যা গোটা দেশের সার্বিক উন্নতির জন্য হয়ে উঠতে পারে একটা মাইলস্টোন। এবার সেই তেলের খোঁজেই নমুনা সংগ্রহে নামল ওএনজিসি।
জানা গিয়েছে, বলাইপণ্ডা এলাকায় সুদামপুর গ্রামে চন্ডীনদীর তীরবর্তী এলাকায় মিলতে পারে খনিজ তেলের সন্ধান। ইতিমধ্যেই নদীর চরের মাটির নমুনা সংগ্রহের জন্য চিহ্নিত করা হয়েছে একাধিক এলাকা। আর শুধু বলাইপণ্ডা নয়। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের বেশ কিছু এলাকাতেও ওএনজিসি কর্তৃপক্ষ নমুনা সংগ্রহের কাজ করবে। তবে এই নমুনা সংগ্রহ নিয়েই তৈরি হয়েছে একটু সমস্যা।
শীত আসছে। কৃষকদের জন্য এখন ভরা মরশুম। আর এমন সময় ওএনজিসির নমুনা সংগ্রহের জন্য ব্যাপক ক্ষতি হচ্ছে চাষের। সেই নিয়ে তাঁরাও কিছুটা ক্ষুব্ধ। তবে সেক্ষেত্রে কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ।
এই নমুনা সংগ্রহ করতে গিয়ে মাটির কয়েকশো ফুট নিচ থেকে যন্ত্রের সাহায্যে গর্ত খোঁড়ার কাজ চলছে। স্বাভাবিকভাবে মানুষের ভিড়ও জমছে এখানে। এখন সব্জি চাষিদের যে ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে সেটার জন্য ওএনজিসি কর্তৃপক্ষ যদি ক্ষতিপূরণ দিয়ে দেয় তাহলে সার্বিক উন্নয়নের পথে আর কোন বাধা থাকবে না।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর