Trending

অশোকনগরে তেল এবং গ্যাস খননের জন্য বড় অঙ্কের বিনিয়োগ করতে আগ্রহী ONGC। আগামী তিন বছরের জন্য উত্তর ২৪ পরগনার অশোকনগরে এই সংস্থা বিনিয়োগ করবে ৫০০ কোটি টাকা। সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুধু অশোকনগরেই নয়। গোটা দেশ জুড়েই তেল এবং গ্যাসের সুলুকসন্ধান সহ উত্তোলনের জন্য কোমর বেঁধে নামতে চায় ONGC। তার জন্য এই সংস্থা বিনিয়োগ করবে ৩১ হাজার কোটি টাকা। যা আগামী তিন বছরে খরচ করা হবে।
সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, অশোকনগর নিয়ে যথেষ্ট আশাবাদী ONGC। এই প্রকল্পের কাজ যাতে কোনভাবে ধাক্কা না খায় তার জন্য সংস্থা ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে কোনরকম কার্পণ্য করবে না। ভবিষ্যতে এই প্রকল্পের কাজের ব্যপ্তি আরও বাড়ানোর জন্য আলাদা করে ৩২৩ একর জমি ONGC গ্রহণ করবে। ইতিমধ্যেই অশোকনগরের বাইগাছি এলাকায় উত্তোলনের কাজ পুরোমাত্রায় চালিয়ে যাচ্ছে ONGC। একইসঙ্গে সংস্থা নজর রাখছে, কিভাবে উত্তোলনের কাজ আরও মসৃণ গতিতে চালানো যায়। তার জন্য আগামী দু-তিন বছর ধরে সংস্থাটি সেই মূল্যায়ন চালিয়ে যাবে।
এদিকে অশোকনগরের দৌলতপুর সহ বনগাঁতেও তেল এবং গ্যাসের সন্ধান চালিয়ে যাবে বলে জানিয়েছে এই সংস্থাটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন ONGC এভাবে তেড়েফুঁড়ে লেগে পড়েছে তেল এবং গ্যাসের খোঁজে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতকে তেল এবং গ্যাসের জন্য অধিকাংশ সময়ে বিশ্ব বাজারের উপর নির্ভর থাকতে হয়। কিন্তু যেভাবে গোটা বিশ্বে মূল্যবৃদ্ধি চোখ রাঙাচ্ছে, তারপর আর সেভাবে নির্ভরশীল থাকতে সাহস পাচ্ছে না দেশ। যে কারণে আত্মনির্ভর হতে চাইছে কেন্দ্র। আর তাই তেল এবং গ্যাসের খোঁজ সহ উত্তোলনের প্রক্রিয়াটি আরও জোরকদমে চালিয়ে যেতে চাইছে সংস্থাটি।