Daily
আধুনিক যাপন প্রণালীর শিকার, বাংলার কুটিরশিল্প। সময়ের সাথে সাথে হারিয়েছে নিজের কৌলীন্য। তবে বাংলার এই কুটিরশিল্পকে আবার মূলস্রোতে ফিরিয়ে আনতে যারপরনাই চেষ্টা করছেন সরকার। এবার বাংলার কুটিরশিল্পকে বাঁচাতে, অভিনব উদ্যোগ নিলো রেল। চালু হল ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচী।
২০২২-২৩ এর কেন্দ্রীয় বাজেটে রেলওয়ে ইউনিয়নের তরফ থেকে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ পরিকল্পনার কথা বলা হয়। যার ভিত্তিতেই, সম্প্রতি পূর্ব মেদিনীপুরের মেছেদা রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টারের সামনে উদ্বোধন করা হল ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ পরিকল্পনার একটি স্টল। স্থানীয় শিল্পীদের হাতে তৈরি পটচিত্রের একাধিক প্রোডাক্ট থাকবে এই স্টলটিতে।
আপাতত ১৫ দিনের জন্য এই স্টলটির তট্রায়াল চলবে বলে জানা গিয়েছে। ভবিষ্যতে বিক্রির উপর ভিত্তি করে স্টলটিকে পার্মানেন্ট করার চিন্তাভাবনা করবে রেল। আর সেক্ষেত্রে সমস্তরকম সাহায্যও করবে রেল।
স্থানীয় শিল্পের প্রচার এবং বিক্রি বাড়িয়ে এলাকার অর্থনীতি মজবুত করতে এই ধরণের স্কিম সত্যিই প্রশংসনীয়।