Trending
![business_prime_news_ONE_PLUS_10_PRO_](https://businessprimenews.com/wp-content/uploads/2021/12/ONE_PLUS_10_PRO_web.jpg)
মোবাইলপ্রেমীদের জন্য দারুণ খবর। নতুন বছরে একেবারে নতুন একটি মডেল নিয়ে মোবাইল বাজারে আসতে চলেছে ওয়ান প্লাস। ওয়ান প্লাসের এই নতুন মডেলটিতে এমন কিছু ফিচার্স রয়েছে, যা মোবাইলপ্রেমিদের জন্য হতে পারে দারুণ লোভনীয়। নতুন মডেলটির নাম দেওয়া হয়েছে ওয়ান প্লাস ১০ প্রো।
ওয়ান প্লাস ১০ প্রোতে রয়েছে এলটিপিও ২.০ ডিসপ্লে। সংস্থার দাবি, একেবারে অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারবেন ব্যবহারকারীরা। এই মোবাইলে থাকা এলটিপিও ডিসপ্লে হচ্ছে একটি বিশেষ ধরণের ওলেড ডিসপ্লে। যা ব্যাটারি খরচ কম করিয়েও ইউজারকে দিতে পারবে ভালো ডিসপ্লে। রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। যা কোন দৃশ্যকে ফ্রেমবন্দি করিয়ে ইউজারের মুখে হাসি এনে দেবেই।
ভারতের মোবাইল বাজারে ওয়ান প্লাসের চাহিদা সবসময় থাকে ঊর্ধ্বমুখী। স্যামসাং, অ্যাপল, এমআইয়ের বাজারে ওয়ান প্লাস নিঃসন্দেহে নিজের গ্রাহক তৈরি করে নিতে পেরেছে। তাই মোবাইলপ্রেমীদের চোখ ওয়ান প্লাসের দিকে থাকেই। সংস্থার দাবি, ওয়ান প্লাস ১০ প্রো হতে চলেছে ইউজারদের জন্য একেবারে ব্যতিক্রমী একটি ফোন। নতুন বছরের জানুয়ারি মাসেই ওয়ান প্লাস নিয়ে আসতে চলেছে ওয়ান প্লাস ১০ প্রো। তাই মোবাইলপ্রেমীদের খুব বেশি সবুরের প্রয়োজন নেই।
ব্যুরো রিপোর্ট