Daily

সৌমিত্র গাঙ্গুলি,পশ্চিম বর্ধমানঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ইসি এল কর্মীর।ঘটনাটি ঘটে কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ি এলাকার সোদপুর কারখানা সংলগ্ন নিয়ামতপুর পুরুলিয়া গামি রোডে।জনা যায় রাধানগর গ্রামের বাসিন্দা সুশীল কর্মকার তিনি কাজের থেকে বাড়ি যাবার সময় দ্রুত গতিতে পুরুলিয়া র দিকে যাচ্ছিল সরকারি বাস, এস বি এস টি সি তার উল্টো দিক থেকে আসছিল রাধানগরের বাসিন্দা সুশীল কর্মকার। ধাক্কা মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেইসময়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মৃত দেহ তুলে নিয়ে,জেলা হাসপাতালে পাঠায়।পথ দূর্ঘটার ক্ষতি পূরণের দাবিতে। বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করে রাখে স্থানীয়রা।তাদের দাবি যতক্ষণ না তাদের ক্ষতিপূরণ দেবে ততক্ষণ এই অবরোধ চলবে বলে, বিক্ষোভকারীদের দাবি।