Daily

রাজ্যে ক্রমশই চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস। করোনার মধ্যে যা নতুন আতঙ্ক নিয়ে হাজির হয়েছে। মঙ্গলবার রাতে আবারও এক বৃদ্ধের মৃত্যু হল ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে। মৃত ব্যক্তির নাম বাবুলাল কালোয়ার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। বাড়ি কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায়।
গত ৫ জুন তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি করোনা থেকেও সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু শারীরিক পরিস্থিতি খারাপ থাকায় তাঁকে সিসিইউতে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল। চিকিৎসকদের সন্দেহ হলে তাঁর লালারস এবং টিস্যু পরীক্ষার জন্য ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে পাঠান হয়। সেখান থেকেই জানা যায়, বৃদ্ধ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। রোগীকে বাঁচাবার জন্য ৯জুন অস্ত্রোপচার করা হয়। কিন্তু ততদিনে ফাঙ্গাস অনেকটাই ক্ষতি করে দিয়েছে। মৃত ব্যক্তির ফুসফুস, গলা অনেকটাই ব্ল্যাক ফাঙ্গাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আর সেইকারণে মঙ্গলবার রাতে তিনি মারা যান। উল্লেখ্য, শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ১৪ জনের ব্ল্যাক ফাঙ্গাসের কারণে মৃত্যু হয়েছে।
উৎপল পোদ্দার, শিলিগুড়ি