Story
কাশ্মীরের শোভা যদি হয় ডাল লেক আর শিকারা। তবে দেশের সবথেকে বড় জেলা উত্তর ২৪ পরগনায় রয়েছে বাওরসুন্দরী পাঁচপোতা বাওর। জেলার অসংখ্য বাওরের মধ্যে এর বিশেষত্ব হল, এর আকৃতি। অশ্বক্ষুরাকৃতি। আর বাংলাদেশ সীমান্ত।
কলকাতায় যদি ইকো পার্ক থাকতে পারে। পাটুলিতে বসতে পারে ভাসমান নৌকায় আস্ত একটা বাজার। তবে অনায়াসেই বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই পাঁচপোতায় বাওরকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে একটা অনবদ্য পরিবেশবান্ধব পর্যটনশিল্প। নিমেষেই বদলে যেতে পারে এলাকার আর্থিক কর্মকাণ্ডের মানচিত্র।
বহু বছর ধরেই এই বাওরকে জেলার পর্যটন মানচিত্রে স্থান দেওয়ার দাবি জানিয়ে এসেছিলেন স্থানীয়রা। দিয়েছিলেন একাধিক চিঠিপত্র কেন্দ্রীয় পর্যটনমন্ত্রকে। কেন্দ্রের নির্দেশে গতবছর জেলার জেলাশাসক চৈতালি চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরেজমিনে দেখেও আসেন এলাকাটি। তৈরি হয় একাধিক সম্ভাবনা। এমনকি বর্তমান জেলা পরিষদ সভাপতি বীণা মণ্ডল তো রীতিমত উৎসাহী এই প্রোজেক্ট নিয়ে।
কেমন এই বেড়ির পাঁচপোতার বাওর? সেই সফর করলেন বিজনেস প্রাইম নিউজ টিম। তুলে ধরলেন দর্শকদের একেবারে গ্রাউন্ড জিরোর ফুটেজ, একেবারে মানুষের কথা।
অঙ্কিত মুখার্জী, দেবস্মিতা মণ্ডল
উত্তর ২৪ পরগনা