Market

ডিজিটাল ইন্ডিয়া র স্বপ্নকে বাস্তবে পরিনত করতে কেন্দ্রীয় প্রসাশন দৃঢ় প্রতিজ্ঞ। আর তাই অনলাইন ব্যবসাকে আরও শক্তিশালী করার জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে ONDC র কাছে ভারতের ডিজিটাল খরচ প্রায় ৫ গুণ বেড়ে ৩৪০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে। একটি সংবাদ সংস্থা সূত্র র খবর অনুযায়ী কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল নিজে দিল্লীতে এই রিপোর্ট প্রকাশ করেছেন।
এই রিপোর্ট থেকে যে বিষয়গুলি জানা গেছে-
১)২০২১-২২ আর্থিক বছরে ডিজিটাল পণ্য ও পরিষেবার খরচ ৬০-৭০ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০২৯-৩০ আর্থিক বছরে ৩২০-৩৪০ বিলিয়ন ডলারে পৌঁছবে।
২) ওই একই সময়ে ডিজিটাল গ্রাহক সংখ্যা ৩ থেকে ৪ গুন বেড়ে ১৬৫-১৯০ থেকে হবে ৪৫০-৫০০ মিলিয়ন।
যদিও এই স্বপ্ন পূরণ করতে ONDC কে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। যেমন গ্রাহক এবং বিক্রেতা দুই ক্ষেত্রেই রয়েছে কিছু অস্বাচ্ছন্দ্য,বিশ্বাস যোগ্যতার অভাব এবং সর্বোপরি নিরাপত্তাহীনতা- যা এখনো মানুষকে অনলাইন লেনদেন থেকে দূরে রাখে। এই সমস্যা গুলোর সমাধান করতে পারলে ডিজিটাল ইন্ডিয়া র স্বপ্ন পূরণ হতে আর বেশি সময় লাগবে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ