Daily

সারার সৌন্দর্যে বিভোর বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক ভিকি কৌশল! সইফ কন্যার উপর থেকে চোখ সরছে তাঁর! আর মুখে বলছেন- ‘নামে কী আসে যায়’! অবাক হচ্ছেন? না না অবাক হবেন না। রিয়াল লাইফে না তবে এবার রীল লাইফে নতুন জুটি হতে চলেছেন ভিকি কৌশল এবং সারা আলি খান।
এতদিন নতুন ছবির জন্য লুকিয়ে লুকিয়ে ইন্দোরে শ্যুটিংয়ে ছিলেন এই দুই তারকা। যদিও ছবির সেটের বহু ছবি এর আগে ফাঁস হয়েছে ইন্দোরের রাস্তা থেকে। তবুও এতদিন এই ব্যাপারে দুজনেই চুপচাপ ছিলেন। তবে এবার ছবির শ্যুটিং এর কাজ শেষ হবার খবর জানালেন সারা-ভিকি। তবে তাও অভিনব কায়দায়। এদিন নিজেদের অনস্ক্রিন কেমিস্ট্রির ঝলক প্রকাশ্যে আনেন তাঁরা। ছবিতে দেখা গেল পরস্পরের বাহুডোরে তাঁরা। আর ছবির ক্যাপশনে লেখা, ‘নামে কী এসে যায়! সবে তো ব়্যাপ-আপ হল’।
আর এই পোস্টের পরই মজাদার কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ক্যাটরিনা ও ভিকির সদ্য বিএর পর এই পোস্ট দেখে বেশ মজাই পেয়েছে নেটিজেনরা।
তবে ছবির শুটিং শেষ করে সারা ও ভিকি দুজনই দুজনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। যদিও এখনো পর্যন্ত ছবির নাম ঠিক হয়নি। তবে জানা গেছে পরিচালনা করছেন লক্ষ্মণ উতেকর। এবার শুধু বলিউড এর নতুন জুটি ভিকি -সারা র অনস্ক্রিন রোমান্স দেখার অপেক্ষায় দর্শকরা।
ব্যুরো রিপোর্ট