Daily
মহিলা পরিচালিত বিশ্বের সবচেয়ে বড়ো বৈদ্যুতিন গাড়ির কারখানা হচ্ছে তামিলনাড়ুতে। এই কারখানা তৈরিতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে ওলা। ইলেক্ট্রিক স্কুটারের পর এবার নিজস্ব গাড়ি তৈরিতে মনোযোগ দিয়েছে এই ক্যাব সংস্থাটি। ওলার এই ফিউচার ফ্যাক্টরিতে নিয়গ করা হবে ১০ হাজার মহিলা কর্মী।
তামিলনাড়ুর বুকে প্রায় ৫০০ একর জমির উপর তরি হবে এই কারখানা। লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় ১০ হাজার গাড়ি তৈরির। তবে গাড়ি তৈরি থেকে শুরু করে যন্ত্রাংশ কেনা বেচা অ রপ্তানি, কোম্পানির প্রতিটি দায়িত্বে থাকবেন মহিলারাই। তাদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। মহিলাদের কর্মসংস্থানের বিষয়ে বদ্ধপরিকর ওলা। আর তাই এমন সিদ্ধান্ত বলেই জানলো কোম্পানি।
ওলার তৈরি এই স্কুটার আন্তর্জাতিক বাজারে বেশ জনপ্রিয়তা পেলেও হঠাৎই থমকে যায় বিক্রি। সংস্থা জানিয়েছে ওলার পোর্টালে প্রযুক্তিগত কিছু সমস্যা থাকার কারনেই আচমকা থমকে যায় বিক্রির বাজার। তবে অবিলম্বে শুরু হয়ে যাবে ফের ওলার ইলেক্ট্রিক স্কুটার বিক্রি। আর বৈদ্যুতিন গাড়ির ব্যাপারে যে ওলা আরও বেশি জনপ্রিয়তা পাবে, সেকথা বলাই যায়।
ব্যুরো রিপোর্ট