Market

খুব তাড়াতাড়ি স্টক মার্কেটে নাম লেখাতে চলেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন বুকিং ক্যাব সংস্থা ওলা। তার সঙ্গে ৫০ কোটি ডলারের বিনিয়োগ পেল এই সংস্থা। বলা হচ্ছে, এত বড় বিনিয়োগ ওলার জন্য নিঃসন্দেহে এক বড়রকমের পদক্ষেপ ফেলতে চলেছে।
শুক্রবার সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বের অন্যতম প্রধান প্রাইভেট ইক্যুইটি ফান্ড ওয়ারবার্গ পিনকাসের অনুমোদিত কোম্পানি টেমাসেক এবং প্লাম উড ইনভেস্টমেন্ট লিমিটেড ওলার এই লম্বা সফরের সওয়ারি হচ্ছে।
এত বড় বিনিয়োগের পিছনে অবশ্য ওলার ব্যবসায়ীক দক্ষতা অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক বছরে তাদের ব্যবসা আরও অনেক বেশি স্থিতিশীল হয়ে উঠেছে। দক্ষতার সঙ্গে এগিয়ে গিয়েছে ওলা। আর সেই কারণে এই পরিস্থিতিতেও এত বড় বিনিয়োগের সাক্ষী থাকল এই অনলাইন ক্যাব বুকিং সংস্থা।
ব্যুরো রিপোর্ট