Daily

থমকে গিয়েও ঘুরে দাঁড়ালো ব্যবসা। শুধু ঘুরেই দাঁড়ালো না, ব্যাপক ক্রেজে বুকের ছাতি চওড়া করে রমরমিয়ে ব্যবসা করছে ওলা। ইলেক্ট্রিক স্কুটার মার্কেটে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ৪ টে স্কুটার।
টু হুইলার বিক্রিতে নজির গড়লো এই ওলা ইলেক্ট্রিক স্কুটার। কোম্পানির পোর্টালে যান্ত্রিক কিছু সমস্যা থাকায় থমকে গিয়েছিল ব্যবসা। তবে সেসমস্ত ক্ষত সারিয়ে উঠে এক দিনে ৬০০ কোটির ব্যবসা করছে সংস্থাটি। শুধুমাত্র ডিজিটাল মাধ্যমেই ওলা স্কুটার বিক্রি শুরু করেছে কোম্পানি। অফলাইনে সুযোগ নেই।
গোটা দিনে সব মিলিয়ে যে কোটি টু হুইলার বিক্রি হয় তার সবটাই একাই বিক্রি করে দেখিয়ে দিলো ওলা। বাজার ছুটছে ইলেক্ট্রিক গাড়ির দিকেই, আর সাথে পাল্লা দিয়ে বিক্রি বাড়ছে ওলার। আগামী দিনে ইলেক্ট্রিক গাড়ি বাজারে বিশ্বের সবচেয়ে বড় হবে হবে ইন্ডিয়া, লক্ষ্য এমনটাই, জানালেন কোম্পানির কর্ণধার ভাবিশ আগারওয়াল।
ব্যুরো রিপোর্ট