Daily
এবার কি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ওলা? অন্তত এমনই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সংস্থার বিরুদ্ধে। জানা গিয়েছে, এক ধাক্কায় ৪০০-৫০০ জন কর্মচারী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে ওলা। তার অন্যতম কারণ আর্থিক মন্দা।
সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই অনলাইন পরিবাহী সংস্থাটি কর্পোরেট দুনিয়ার মত নজর দিয়েছে কস্ট কাটিং বা খরচ ছাঁটাইয়ের দিকে। যে কারণে কর্মী ছাঁটাইয়ের মতন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে ওলা। জানা গিয়েছে, ওলা ইতিমধ্যেই বিভিন্ন সেকশনের ম্যানেজার সহ টিম মেম্বার্সদের তালিকা তৈরির জন্য নির্দেশ দিয়েছে। আর যে কারণে ওলা কর্মচারীদের মনে এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে ব্যাপক অসন্তোষ।
এমনিতেই বিভিন্ন স্টার্ট আপ সংস্থা প্রায় ১২ হাজার কর্মচারী ছাঁটাইয়ের পথে হাঁটছে। মনে করা হচ্ছে, ২০২২ সালের শেষের দিকে এই সংখ্যাটা বেড়ে হতে পারে ৬০ হাজার মতন। উল্লেখ্য, দেশে ক্রমশই তীব্র হচ্ছে আর্থিক মন্দা। মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে বেকারত্বের সমস্যা। এরই মধ্যে ওলা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে, এই খবর প্রকাশ্যে আসতেই ওলার কর্মচারীদের মনে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।