Market

সামনের মাসে ফের বাড়াতে পারে জ্বালানির দাম। দীপাবলির ঠিক পরেই এ রকম আশঙ্কা প্রকাশ করেছেন এনার্জি বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজা। তাঁর কথায়, ‘অপরিশোধিত তেলের দাম বিশ্বের বাজারে বাড়লেই ফের বাড়বে তেলের দাম।’
করোনা কালে অপরিশোধিত তেলের নতুন কোনও লগ্নি হয়নি বিশ্ব বাজারে। তার প্রভাব পড়েছে। এখানে কারও কিছু করার নেই বলেই তিনি মনে করেন। তাঁর কথায়, ‘কেন্দ্রীয় সরকারের এখানে করার কিছু নেই। শুল্ক কমিয়ে মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পারে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকারগুলো।’
জ্বালানির সাশ্রয়ে তিনি জোর দিচ্ছেন। অপচয় বন্ধ করার জন্য বিশেষ কিছু প্রস্তাব তিনি নিয়ে এসেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। সিএনজি প্রকল্পের সঙ্গে গাড়ি শিল্পকে যুক্ত করা। কিছু ক্ষেত্রে সোলার ব্যবহার করে জ্বালানির সাশ্রয় হতে পারে।’
দেশের জ্বালানির ৮৬ শতাংশ রপ্তানি করে ভারত। এই রপ্তানির পরিমাণ কমানোর জন্য বিকল্প পথই শ্রেষ্ঠ বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। তিনি এ রকম আশঙ্কা প্রকাশ করেছেন ২০২৩ সাল নাগাদ অপরিশোধিত তেলের দাম লিটার প্রতি ১০০ হতে পারে। তাহলে পেট্রোল ও ডিজেলের দাম কত হতে পারে? প্রশ্নের জবাবে তানেজা বলছেন, ‘তাও চিন্তাও করতে পারছি না। পেট্রোলের দাম হতে পারে লিটার প্রতি ১৫০ টাকা।’
ব্যুরো রিপোর্ট