Jobs

চাকরি খুঁজছেন? চলে যান অয়েল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। সম্প্রতি বিপুল পরিমাণ শূন্যপদে নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তারা। নিয়োগ করা হবে ১৪৬ টি অ্যাপ্রেন্টিস পদে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী ৯ ডিসেম্বর অবধি। সরকারি চাকরির এমন সুযোগ কিন্তু সচরাচর পাওয়া যায় না। তাই দেরি করবেন না, ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদন করে ফেলুন।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের লিঙ্ক https://register.cbtexams.in/OIL/HRAQ25/। নির্বাচিত প্রার্থীদের মূলত অসমের ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর এবং চরাইদেও জেলা এবং অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে বলে জানিয়েছে সংস্থা। যদিও প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আর বেতনক্রম সম্মন্ধে কিছুই জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।
কিভাবে নির্বাচন করবে সংস্থা? মূলত একটি লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করবে অয়েল ইন্ডিয়া। সংরক্ষিত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ন্যূনতম ৪০% নম্বর এবং জেনারেল ও অন্যান্যদের জন্য ন্যূনতম ৫০% নম্বর উত্তীর্ণ হওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে।
ব্যুরো রিপোর্ট