Daily

বহু প্রতীক্ষার অবসান ঘটলো একটা মাত্র লিংকডইন পোস্টের মাধ্যমে। ভারতের দুটি শহরে বসছে অ্যাপলের রিটেল স্টোর। ২০২০ সালের ২৩ শে এপ্রিল, ভারতে অ্যাপলের অনলাইন স্টোর খোলা হলেও, এই প্রথম অফলাইন রিটেল শপ আনতে চলেছে মার্কিন সংস্থা অ্যাপল।
উদ্দেশ্য বহুদিন আগের হলেও, মাঝে দীর্ঘমেয়াদী লকডাউনের কারণে প্রচেষ্টা সফল না হলেও এবার হতে চলেছে সে অপেক্ষার অবসান। তবে এই বিষয়ে বিস্তারিত ভাবে কিছুই জানানো হয়নি সংস্থার তরফে। অ্যাপলের পাবলিক পলিসি এবং স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের হেড সালোনি গুপ্তা সম্প্রতি একটি লিংকডইন পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ভারতের দুটি প্রাইম সিটি দিল্লি আর মুম্বাইতে অফলাইন স্টোর খুলতে চলেছে তারা।
তবে, বর্তমানে দিল্লি মুম্বাইতে রিটেল শপ খুললেও পরবর্তীতে দেশের অন্যান্য শহরেও এই আউটলেট নিয়ে আসবে বলে জানিয়েছে সংস্থা। অফলাইন স্টোরের জন্য ইতিমধ্যেই অ্যাপেল তাদের হায়ারিং প্রসেসও শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। কাজেই, দেশে রিটেল আউটলেট খোলার পাশাপাশি তারা যে কর্মসংস্থানের দিকেও নজর রাখছে, ত বলাই যায়।
ব্যুরো রিপোর্ট