Daily

ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা লঞ্চকরলো ব্যাঙ্ক অফ বরোদা। ‘বব ওয়ার্ল্ড’ নামে এই ডিজিটাল প্লাটফর্ম লঞ্চ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই মুহূর্তে অ্যাপ ব্যবহার করছেন প্রায় ৫০ লক্ষেরও বেশি গ্রাহক। ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সাথে যুক্ত ব্যাঙ্কের সমস্ত পরিসেবাকে এক ছাতার তলায় নিয়ে আসার লক্ষ্যেই এই পরিষেবা চালু করা হয়েছে।
গত বুধবার এই ‘বব ওয়ার্ল্ড’ লঞ্চ করা হলেও গত ২৩ শে আগস্ট থেকে চলছিল এর পরীক্ষামূলক ট্রায়াল। আর ট্রায়াল পর্বেই বাজিমাত করেছে এই ডিজিটাল প্লাটফর্ম। ২২০-র বেশি পরিষেবা পাওয়া যাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে। এছাড়াও এখানে রিটেল ব্যাঙ্কিং সংক্রান্ত প্রায় ৯৫ শতাংশ পরিষেবা যুক্ত করা হয়েছে। ২৪×৭ দেশ- বিদেশের গ্রাহকরা এই অ্যাপ পরিষেবার সুবিধা নিতে পারবেন।
গ্রাহকেরা ডিজিটাল অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই পেয়ে যাবেন ডিজিটাল ডেবিট কার্ড। এমনকি লোনের জন্যেও আবেদন করা যাবে অনলাইনেই। প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে মিলেছে ৫% রেটিং।
ব্যুরো রিপোর্ট