Daily

নির্বাচনের দিন পোলিং অফিসারের মুখে জয় শ্রী রাম শোনা যেতেই ছড়াল উত্তেজনা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্হলীর ১ নং দোল গোবিন্দপুর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নং বুথে।
জানা গিয়েছে, থার্ড পোলিং অফিসার সৌম্যজিৎ বিশ্বাস হঠাৎই মকপোল শেষ হবার পর জয় শ্রীরাম বলে চেঁচিয়ে ওঠেন। তারপরই তৃণমূলের এজেন্টরা তীব্র আপত্তি জানায়। পরিস্থিতি আঁচ করে সঙ্গে সঙ্গে থার্ড পোলিং অফিসার সৌম্যজিৎ বাবুকে সরিয়ে দেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পূর্বস্হলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। তিনি জানিয়েছেন, পোলিং অফিসারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া না হলে তিনিও বুথে বুথে জয় বাংলা স্লোগান দেবেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান