Daily
রাজ্যে কার্যত লকডাউন বিধির মেয়াদ বাড়লেও একইসঙ্গে এদিন থেকেই শুরু হল থমকে যাওয়া রাজ্যে আবারও পথ চলা। পথ চলার প্রথম দিনেই চেনা শহরে চেনা দুর্ভোগের ছবিটাই ধরা পড়ল শহরের রাজপথে। বাদ যায়নি শহরতলির বিভিন্ন রুটও।
বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তা থেকে উধাও বেসরকারি বাস। মাঝে দু’একটা সরকারি বাস চললেও বেসরকারি বাসের দেখা মেলাটাই ভার। যদিও বা দেখা মিলছে সেই বাসে ওঠা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে নিত্যযাত্রীদের। বেসরকারি বাস মালিকদের বক্তব্য, সরকার ভাড়া না বাড়ালে আর বাস চালানো সম্ভব নয়।
রাজ্য সরকার জুলাই মাসের পয়লা তারিখ থেকেই সরকারি-বেসরকারি অফিস গুলোর পাশাপাশি সব ধরনের পরিবহনকে কোভিড বিধি মেনে চালানোর অনুমতি দিয়েছে। নির্দেশ থাকলেও বাস্তবে এদিন সকাল থেকেই হাওড়া বাস টার্মিনাসে ক্যামেরাতে ধরা পরল শুধুই বাদুড়ঝোলা ভিড় আর অপেক্ষার দীর্ঘনিঃশ্বাস। সকাল থেকেই দুর্ভোগের চেনা ছবিটা একটু একটু চওড়া হতে থাকে ঘড়ির কাঁটা এগোনোর সঙ্গে সঙ্গে।
বারাসাত হাওড়া রুটের সবচেয়ে জনপ্রিয় বেসরকারি বাস L-238 রুটের বাসে পা রাখার জায়গা মাত্র নেই। বহু মানুষই লাইনে দাঁড়িয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউবা ভাবছেন কিভাবে আবার ওয়ার্ক ফ্রম হোমে ফিরে যাওয়া যায়।
দুর্ভোগের এই চেনা ছবিটা শুধু কলকাতা বা হাওড়ার মধ্যেই নয় এছাড়াও শহরতলির বিভিন্ন রুটে সকাল থেকে কার্যত উধাও বেসরকারি বাস। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। একে করোনা অন্যদিকে তেলের দাম বৃদ্ধি নিয়ে বেসরকারি বাস মালিকদের ভাড়া বৃদ্ধির দাবি। এই দুয়ের মাঝে পড়ে নাকাল হচ্ছেন জরুরী প্রয়োজনে বাড়ি থেকে বেরোনো মানুষ থেকে নিত্যযাত্রী সকলেই। সকলের একটাই বক্তব্য সরকার আরো একবার বিষয়টি নিয়ে ভাবুক। তাহলেই বেরিয়ে আসবে সমস্যার সমাধান।
মানস চৌধুরী, কলকাতা
বিজনেস প্রাইম নিউজ