Prime
Daily
পুরীর রথযাত্রায় জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করলো ওড়িশা সরকার
By Business Prime News | June 11, 2021
Daily
আগামী ১২ই জুলাই রথযাত্রা। পুন্যতীর্থ পুরীতেও অন্যান্য বারের মতোই পালন হবে এই উৎসব। তবে গতবারের মতো এবছরও জনজোয়ারে থাকছে ভাটা।
কোভিড পরিস্থিতিতে কোনো রকম জমায়েত করা মানেই কেলেঙ্কারি। তাই সরকারি নোটিশ দিয়ে রথযাত্রায় ভক্তসমাগমে রাশ টানলো ওড়িশা সরকার। এছাড়াও শারীরিক তাপমাত্রা চেকিং এর মাধ্যমে কর্মীদের প্রবেশাধিকারের অনুমতি রয়েছে, গতবারের ন্যায়।
এবারেও জগতের নাথ সেজে গুজে মাসির বাড়ি যাবেন তবে রাস্তা জুড়ে থাকছে না ভক্ত সমাগম। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কোনো রকম জনসমাগম চাইছেন না ওড়িশা সরকার।
ব্যুরো রিপোর্ট