Market

৫০ পয়সার স্মৃতি এখনও টাটকা। বর্তমান বাজারে আট আনার কোন ভ্যালু না থাকলেও এই আট আনাই আপনাকে লাখ টাকার মালিক করে দেবে। কারণ, এক লক্ষ টাকায় বিক্রি হচ্ছে এই ৫০ পয়সা।
সেকেন্ড হ্যান্ড জিনিস বেচাকেনার জন্য অনলাইন সাইট ওএলএক্স সবসময়েই থাকে জনপ্রিয়তায় তুঙ্গে। সেখানেই এখন ৫০ পয়সার স্টিলের মুদ্রা বিক্রি হচ্ছে ১ লক্ষ টাকায়। তার জন্য আপনাকে বিক্রেতা হিসেবে জয়েন করার অপশন দেওয়া হবে। বিক্রেতা হিসেবে রেজিস্টার করা হবে আপনার নাম। তারপর ৫০ পয়সার ছবি আপলোড করতে হবে। আগ্রহী ব্যক্তিরা ৫০ পয়সার ছবি দেখে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। অনলাইনে পেমেন্ট হয়ে গেলে পয়সাটা কুরিয়ার করে পাঠিয়ে দিতে হবে সংশ্লিষ্ট ক্রেতাকে। তাহলে বুঝতেই পারছেন, মুদ্রা কখনও অচল হয় না।
ব্যুরো রিপোর্ট