Trending
২০১০ এর পর সকল ওবিসি শংসাপত্র বাতিল করেছে আদালত। আদালতের সেই রায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন না, সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি।
এবার নতুন আপডেট। ফের সুপ্রিম কোর্টের দুয়ারে গিয়ে দাঁড়াবে তৃণমূল সরকার। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাবার জন্য প্রশাসনের সর্বোচ্চ স্তর আইনজীবীদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা শুরু করে দিয়েছে। কারণ শংসাপত্র বাতিল হবার কারণে নানারকম সমস্যার মুখে পড়তে পারে খোদ তৃণমূল সরকার। সমস্যা তৈরি হতে পারে নিয়োগে, এমনটাই মনে করছেন প্রশাসনের একাধিক কর্তাব্যক্তিরা। আর এদিকে শংসাপত্র বাতিল হওয়া নিয়ে নানা কথা নানান চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দলের অভ্যন্তরে।
অনেকেই মনে করছেন, তড়িঘড়ি শংসাপত্র বিলি করার জন্য হয়ত সমস্যা জটিল হয়েছে। এর ফলে যারা ঐ শংসাপত্র দেখিয়ে চাকরি পেয়েছেন তাঁদের কোনরকম সমস্যার মুখোমুখি না দাঁড়াতে হলেও, যারা চাকরিপ্রার্থী তাঁদের সামনে এটা বড়সড় জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূল সরকারের ওবিসি শংসাপত্র দেওয়া নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। এবার সরাসরি মমতার সরকারকেই দুষলেন বর্ষীয়ান বাম প্রার্থী মহম্মদ সেলিম। কার্যত ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
এখানেই জানিয়ে রাখি, দুয়ারে সরকার প্রকল্প চলার সময় এসসি, এসটি এবং ওবিসি শংসাপত্র দেওয়া হয় বড় সংখ্যার আবেদনকারীদের। আদালতের রায় কার্যকর হবার পরে এবার সরকারের শিয়রে এসে দাঁড়াল সমস্যা। তারই পথ খুঁজতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল।
বিজনেস প্রাইম নিউজ