Jobs

অতিমারিতে দেশজুড়ে যখন চাকরির আকাল, তখন ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সিতে চলছে নিয়োগ প্রক্রিয়া। বিভিন্ন পদে আবেদনের জন্য এখানে গত ১০ তারিখ থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ। চলবে আগামী ২৫ তারিখ পর্যন্ত। নেওয়া হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারি সিভিল, হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, আপার ডিভিশনাল ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড-২ এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে।
শিক্ষাগত যোগ্যতা:
জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে আবেদন জানানোর জন্য প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করতে হবে।
হিন্দি ট্রান্সলেটর পদে আবেদন জানাতে গেলে প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট থাকা আবশ্যক।
জুনিয়র অ্যাকাউন্ট অফিসার পদের জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ডিগ্রি আবশ্যক। সঙ্গে প্রয়োজন তিন বছরের অভিজ্ঞতা।
আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদনকারী যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে গ্র্যাজুয়েশন বাধ্যতামূলক।
স্টেনোগ্রাফার গ্রেড-২ পদে আবেদনের জন্য দ্বাদশ শ্রেণী পাশ করা বাধ্যতামূলক। সঙ্গে টাইপিং স্পিড থাকতে হবে 80wpm
এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দ্বাদশ শ্রেণী পাশের সঙ্গে ইংলিশে কম্পিউটার টাইপিং-এ স্পিড থাকতে হবে 35wpm এবং হিন্দিতে 30wpm
প্রতিটি পদের জন্য আবেদন করতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর। তবে জুনিয়র অ্যাকাউন্ট অফিসার এবং হিন্দি ট্রান্সলেটর পোস্টের জন্য আবেদনপ্রার্থীর বয়স সর্বোচ্চ হতে পারে ৩০ বছর।
প্রতিটি পদে অ্যাপ্লাই করার জন্য ধার্য করা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। যেখানে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএসের জন্য রাখা হয়েছে ৮৪০ টাকা। এসসি, এসটি এবং পিএইচের জন্য ৫০০টাকা। মহিলাদের ক্ষেত্রে উল্লেখিত যেকোন পদে আবেদনের জন্য দিতে হবে ৫০০ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা চালানের মাধ্যমে পরীক্ষার ফি দেওয়া যাবে।
বিস্তারিত জানতে নজর রাখুন
http://www.nwda.gov.in এ
ব্যুরো রিপোর্ট